Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

সাংগঠনিক কাঠামো

উপজেলা রিসোর্স সেন্টার (URC), মতলব উত্তর, চাঁদপুর অফিসটি উপজেলা পরিষদ কমপ্লেক্সের বাইরে ০৯ নং দক্ষিণ ব্যাসদি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ক্যাস্পাসে অবস্থিত। এটা সরকারের রাজস্বখাতভুক্ত সেবা মূলক একটি প্রতিষ্ঠান। উক্ত অফিসে ০৪ জন জনবল (১ম শ্রেণির ০১ জন ইন্সট্রাক্টর, ২য় শ্রেণির ০১ জন সহকারি ইন্সট্রাক্টর, ৩য় শ্রেণির ০১ জন ডাটা এন্ট্রি অপারেটর ও ৪র্থ শ্রেণির ০১ জন নৈশ প্রহরি) রয়েছে ।

প্রাথমিক শিক্ষার গুনগত মানন্নোয়ন, শ্রেনি কক্ষে শিখন-শেখানোর মান উন্নয়ন, শিক্ষকদের পেশাগত দক্ষতার মান বৃদ্ধির লক্ষ্যে বিদ্যালয় পরিদর্শণ, সাব-ক্লাস্টার কার্য়ক্রম পরিদর্শণ ,প্রাথমিক বিদ্যালযের শিক্ষকদের চাকুরীকালীন স্বল্প মেয়াদি প্রশিক্ষণ প্রদান করে থাকে।